Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

বিয়ে সেরে ফেরার পথে নবদম্পতিসহ নিহত ৫

বিয়ে সেরে ফেরার পথে নবদম্পতিসহ নিহত ৫ ছবি সংগৃহীত
বিয়ে সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল নবদম্পতির। এ সময় গাড়িতে তাদের সঙ্গে আরও কয়েকজন আত্মীয়স্বজন ছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারান তারাও।

কনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরেই আটকে থাকা নবদম্পতিসহ মৃত্যু হয় পাঁচজনের।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, রোববার ছত্তিশগড়ের বোলুদাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই ট্রাক ফেলে রেখে পালান চালক। গাড়িটি পামগড় থেকে আকালতারায় ফিরছিল। পাকারিয়া জঙ্গলের কাছে গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। জঙ্গল এলাকা হওয়ায় রাস্তা ফাঁকা ছিল। ফলে আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে ছিলেন গাড়ির আরোহীরা। এর পরই তাদের মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, ওই পথে যাওয়া কোনো গাড়িচালক এই দুর্ঘটনার কথা পুলিশকে জানান। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছায়।
পুলিশের এক কর্মকর্তা বলেন, সংঘর্ষ এতটাই জোরে হয়েছিল, গাড়িতে আগুন ধরে গিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে আরোহীদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু গাড়িটি এমনভাবে দুমড়ে গিয়েছিল যে গ্যাসকাটার এনে গাড়ির দরজা কেটে বের করা হয় আরোহীদের। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স