বটগাছ থেকে ফল বা পাতা পড়লেই নিঃসন্তান নারীরা লাভ করবেন সন্তান। এমন বিশ্বাস থেকে তারা ভিড় জমিয়েছেন নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী চলা নবান্ন উৎসবে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বটগাছের নিচে আটজন নারী রঙিন শাড়ির আঁচল পেতে গাছ থেকে পাতা বা ফল পড়ার অপেক্ষায় আছেন। আশ্রমের এক নারী বৈষ্ণব তাদের দেখভাল করছেন। তাদের এমন কর্মকাণ্ড দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য নারী-পুরুষ। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিঃসন্তান নারীরা নবান্ন উৎসবে এসে সন্তান লাভের আশায় ভিড় করেন।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, অনেকের মুখে শুনেছি আঁচল বিছিয়ে মানত করলে সন্তান হয় বা হয়েছে। সে আশায় এখানে এসেছি।
খুলনা থেকে আসা আরেক নারী জানান, দীর্ঘ আট বছর ধরে আমার সন্তান হয় না। অনেক চিকিৎসা করেও ফল পাইনি। এ জন্য এখানে এসেছি।
আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার জানান, দুই দিনব্যাপী নবান্ন উৎসবে নিঃসন্তান নারীরা তাদের মানত করে এখানে আসেন। পরে আগত ভক্তদের কলাপাতায় করে প্রসাদস্বরূপ খিচুড়ি খাওয়ানো হয়।
এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম শাহাবুদ্দিন জানান, এভাবে সন্তান লাভ করা অসম্ভব। এমন প্রার্থনা হচ্ছে কুসংস্কার। বৈজ্ঞানিক বা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই।
ঠিকানা/এনআই