Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

ঈশ্বরগঞ্জের উচাখিলায় কিশোরগ্যাং লিডার জিলানিসহ গ্রেফতার ২

ঈশ্বরগঞ্জের উচাখিলায় কিশোরগ্যাং লিডার জিলানিসহ গ্রেফতার ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)  প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের কিশোরগ্যাং লিডার  জিলানি ও তার সহযোগী  তানিমকে দ্রুত আইন মামলায় গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। 
জানা যায় উচাখিলা ইউনিয়নের রাফিয়ার আলগি গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র জিলানী (১৭) ও রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের সুরুজ মিয়ার পুত্র মোবাস্হির রহমান তানিম (১৭) ওই এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাং লিডার জিলানীর নেতৃত্বে তার দলবল নিয়ে  বিভিন্নভাবে মানুষকে জিম্মি করে অস্ত্র মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে  ঈশ্বরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে । উচাখিলা বাজারে ব্যবসায়ীসহ রাস্তায় পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যেত তার সহযোগী  গ্যাং বাহিনী । 
স্থানীয় এলাকাবাসী জানায়, প্রায়ই ওই কিশোরগ্যাং জিলানী তার বাহিনীদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাজারে ও এলাকায় প্রকাশ্যে মহড়া দিত। এতে বাজারের ব্যবসায়ী মহল ও এলাকাবাসী থাকতো সব সময়  আতঙ্কে । নাম প্রকাশ্যে অনিচ্ছুক  এলাকার অনেকে জানায়, স্থানীয় রাজনৈতিক প্রভাবে এরা দাবড়িয়ে বেড়াতো।  কেউ তাদের বিরুদ্ধে কথা বললে  তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি এবং তার পরিবারের সদস্যদের পর্যন্ত টর্চার করতো ৷  
সমাজের সুস্থ পরিবেশ বিনষ্টকারী এদের ধরতে দীর্ঘ ধরেই কাজ করে আসছিল স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঈশ্বরগঞ্জ থানার ওসির নির্দেশে এসআই জুয়েল রানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জিলানী ও তানিমমকে গ্রেফতার করা হয় । ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার  দ্রুত বিচার  আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে ওসি জানান। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স