Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি : মঈন খান

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। আজ ২৩ ডিসেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। একতরফা তামাশার নির্বাচন করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।’ তিনি জনগণকে এ ধরণের হঠকারি নির্বাচন বর্জনের আহ্বান জানান।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।’


ঠিকানা/এম

কমেন্ট বক্স