Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা ছবি সংগৃহীত
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার (২৭ ডিসেম্বর) মার্কিন আদালতে ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক টাইমস।

মামলার অভিযোগে বলা হয়, ওপেনএআই ও মাইক্রোসফট অনুমতি ছাড়াই ইন্টারনেট থেকে লেখকদের কাজ ও কপিরাইটযুক্ত উপাদান ‘চুরি করে’ জিপিটি মডেলকে প্রশিক্ষণ দিয়েছে। ওপেনএআইয়ের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘জিপিটি’র প্রশিক্ষণ দিতে গিয়ে কপিরাইট লঙ্ঘন করেছে কোম্পানিগুলো।

মামলায় আরও উল্লেখ করা হয়, ওপেনএআইয়ের এআই মডেল প্রশিক্ষণ ও বিকাশের সঙ্গে মাইক্রোসফট ‘ঘনিষ্ঠভাবে জড়িত’। তাই কপিরাইট লঙ্ঘনে তারাও সমানভাবে দায়ী।

আদালতের কাছে এর ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি কোম্পানিগুলো যেন আর কপিরাইট লঙ্ঘন না করে, মামলায় সে আদেশ জারি করার আহ্বান জানানো হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স