দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার কয়েকজন পর্যবেক্ষক রয়েছেন বলে সংবাদে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে সংশ্লিষ্ট দেশগুলোর ঢাকাস্থ দূতাবাস ও হাইকমিশন।
নির্বাচনের দিন (৭ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি হোটেলে বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা থেকে আগত পর্যবেক্ষকরাও নিজেদের মতামত তুলে ধরেন। তবে তাদের ওই বক্তব্য নিজস্ব, সরকারের নয় বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং যুক্তরাজ্য ও কানাডা হাইকমিশন।
সোমবার (৮ জানুয়ারি) একটি গণমাধ্যমকে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি। নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন। তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের, যুক্তরাষ্ট্র সরকারের নয়।
একই দিন ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানান, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি। অন্যান্য পর্যবেক্ষক মিশনগুলো স্বাধীন। তারা যুক্তরাজ্য সরকারের সঙ্গে যুক্ত নয়।
একই বিষয়ে বিবৃতি দিয়েছে কানাডাও। সোমবার (৮ জানুয়ারি) ঢাকায় অবস্থিত কানাডার হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে (টুইটার) এক পোস্টের মাধ্যমে জানায়, বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক প্রেরণ করেনি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাদের প্রদত্ত মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।
ঠিকানা/এনআই