Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে

ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে
ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে আর পাইয়াট। ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি রাজধানী নয়া দিল্লি এবং হয়দরাবাদ সফর করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে। 

নয়া দিল্লিতে ইন্ডিয়া-ইউএস ফোরামে দুটি প্যানেলে বক্তব্য রাখবেন তিনি। এতে দৃষ্টি দেয়া হবে অভিন্ন জ্বালানি অগ্রাধিকার এবং বৈশ্বিক জ্বালানি বিনিময়ের সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ খনিজকে ঘিরে চ্যালেঞ্জে। জোর দেয়া হবে নির্ভরযোগ্য সরবরাহ চেইন এবং জ্বালানি নিরাপত্তার ওপর। হায়দরাবাদে তিনি বেসরকারি খাতের কর্মকর্তাদের সঙ্গে এবং উদ্ভাবকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জ্বালানি স্থানান্তর ত্বরান্বিত করার সুযোগ অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ চেইনের বৈচিত্র নিয়ে আলোচনা করা হবে। ভারতের দ্রুত বর্ধনশীল পরিবেশবান্ধব জ্বালানি খাত নিয়ে বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে অগ্রবর্তী বাণিজ্যিক সহযোগিতার ওপর জোর দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি বিষয়ক অংশীদার ভারত। একই সঙ্গে মিনারেল সিকিউরিটি পার্টনারশিপেরও সদস্য।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স