Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রকে স্বাগত জানাবে ফ্রান্স

 ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রকে স্বাগত জানাবে ফ্রান্স
ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রান্সের  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। বৃহস্পতিবারই ভারতে পৌঁছেছেন ম্যাক্রোঁ। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি জানান, আগামী ৬ বছরের মধ্যে সেদেশে ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে পড়াশোনার সুযোগ দেয়া হবে। গত বছর ফ্রান্সের জাতীয় দিবসের প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  প্যারিস সফরের এক মাস পরে তিনি এই ঘোষণা করেন। এক্স (পূর্বে টুইটার) তে একটি পোস্টে, ফরাসি রাষ্ট্র নেতা প্রায় ৩০,০০০ ছাত্রকে ফ্রান্সে পড়াশোনা করার জন্য আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ভাগ করেছেন।"

ম্যাক্রোঁ বলেন, ''২০৩০ সালে ফ্রান্সে ৩০,০০০ ভারতীয় শিক্ষার্থী সুযোগ পাবেন । এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য, কিন্তু আমি লক্ষ্য পূরণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।''

ফরাসি প্রেসিডেন্ট  ব্যাখ্যা করেছেন যে কীভাবে ফরাসি  ভাষা শেখার জন্য দেশে জোট ফ্রাঞ্চাইজি এবং আন্তর্জাতিক ক্লাসের নেটওয়ার্কের সাথে নতুন কেন্দ্র তৈরি করা হচ্ছে। তিনি যোগ করেছেন যে ফ্রান্স দেশে ভারতীয় প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করবে।"

প্রেসিডেন্টের মতে, ''ফ্রান্সে আসার মানে হলো শ্রেষ্ঠত্বের সন্ধান করা। আমরা পাবলিক স্কুলে  সকলের জন্য ফরাসি, উন্নত ভবিষ্যতের জন্য ফরাসি  ভাষা শেখার নতুন পথ চালু করছি। ফরাসি শিখুন।
 
আমরা আন্তর্জাতিক ক্লাস তৈরি করছি যা শিক্ষার্থীদের জন্য তৈরী হচ্ছে। যারা   ফরাসি বলতে পারে না, তাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি মিলবে । আমরা ফ্রান্সে পড়াশোনা করা প্রাক্তন ভারতীয় ছাত্রদের ভিসা প্রক্রিয়া সহজতর করব। ''
ম্যাক্রোঁ বলেন, কিউএস র‌্যাঙ্কিংয়ে ফ্রান্সের ৩৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং টাইমস উচ্চ শিক্ষার র‌্যাঙ্কিংয়ে প্রায় ১৫টি। ২০২৩ সালের সেপ্টেম্বরের শুরুতে, ঘোষণার পরে, ভারতে ফরাসি দূতাবাস আরও ভারতীয় শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য পাঁচ বছরের স্বল্প-স্থায়ী শেনজেন ভিসা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল। এই উদ্যোগগুলি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের তিনটি স্তম্ভের একটি হিসাবে কল্পনা করা হচ্ছে। অন্য একটি পোস্টে, ফরাসি প্রেসিডেন্ট  ৭৫তম সাধারণতন্ত্র  দিবস উপলক্ষ্যে  শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন "আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদি , ভারতীয় জনগণ, সাধারণতন্ত্র দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনার সাথে থাকতে পেরে আনন্দিত এবং গর্বিত। আসুন একসঙ্গে উদযাপন করি!" 
সূত্র : হিন্দুস্থান টাইমস

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স