আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে আসেনি। কারণ ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের ফলে পুলিশ একটি পরাজিত বাহিনীতে পরিণত হয়েছে। তারাও সেদিন এক ধরনের আত্মসমর্পণই করেছে। সেই পুলিশই এখনো দায়িত্ব পালন করছে। কারণ এতো বড় বাহিনী চাইলেই পরিবর্তন করা যায় না। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের শুরুর ৯ দিন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বর্তমানে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা আরো বলেন, ‘আমি কিছুদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। কাছ থেকে দেখেছি পুলিশ তখন ট্রমার মধ্যে ছিল। কারণ তারা জুলাই আন্দোলন দমনে নিজ দেশের জনগণের ওপর গুলি বর্ষণ করেছিল। সেই ট্রমা থেকে তারা বের হতে পারেনি। থানা-পুলিশ তাই জনগণকে এখনো ভয় পায়।’
৮ জুলাই মঙ্গলবার এই টকশোতে একক অতিথি হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) যা সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও চট্টগ্রাম বন্দর, জাতীয় নির্বাচন, যুক্তরাষ্ট্র আরোপিত বাণিজ্য শুল্ক- সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি চিঠি ৭ জুলাই সোমবার প্রকাশিত হয়। যেখানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। যা কার্যকর হবে ১ আগস্ট। ভিয়েতনাম যেখানে শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনতে পেরেছে, সেখানে বাংলাদেশ কেন পারলো না? এমন প্রশ্নে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এখনো যুক্তরাষ্ট্রে আছেন। তিনি ফিরে আসার পর প্রকৃত অবস্থা জানা যাবে। তখন জানা যাবে কোনো আশা আছে কি না।
এদিকে চট্টগ্রাম বন্দরের পাঁচটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানে দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানালেন নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে সৌদি আরবের একটি প্রতিষ্ঠানকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দুবাইয়ের প্রতিষ্ঠানকে পাঁচটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিছু বছরের জন্য। বিদেশি প্রতিষ্ঠান দায়িত্ব পেলে চট্টগ্রাম বন্দরেরর কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত হবে। রাজনৈতিক সরকার এল বিদেশি প্রতিষ্ঠান যুক্ত করা অসম্ভব হতে পারে, এই বিবেচনায় অন্তর্বর্তী সরকার এই কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করছে বলে ইঙ্গিত দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
তবে জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এই সরকার এমনিতে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ অনির্বাচিত একটি সরকার দীর্ঘদিন থাকতে চাইলে দেশের জনগণের কাছে শুধু নয়, বিদেশেও প্রশ্নের মুখে পড়তে হবে। প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে বলেছেন, সেভাবেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে- মনে করছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
ঠিকানা/এএস