Thikana News
১৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু ছবি সংগৃহীত
পশ্চিম আফ্রিকার বৃহৎ দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মৃত্যুবরণ করেছেন। রোববার (১৩ জুলাই) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সাবেক প্রেসিডেন্টের ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বুহারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে উল্লেখ করা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পরিবার আজ দুপুরে লন্ডনের একটি ক্লিনিক থেকে তার মৃত্যুর খবর জানিয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। আমিন।’

নাইজেরিয়ার এই সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুহারির একজন ঘনিষ্ঠ সহকারী জানান, সাবেক এই প্রেসিডেন্ট রোববার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মুহাম্মাদু বুহারি নাইজেরিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি প্রথমে সেনাশাসক হিসেবে ক্ষমতায় আসেন এবং পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করেন। তার নেতৃত্বে নাইজেরিয়ায় দীর্ঘ সময় ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত পরিবর্তনের নানা পদক্ষেপ নেওয়া হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স