Thikana News
১৬ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না : সালাউদ্দিন

বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না : সালাউদ্দিন ছবি : সংগৃহীত
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছিল, তার হাত ধরে বদলে যাবে দেশের ক্রিকেট। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই ব্যর্থতার বৃত্তে আটকে পেড়েছে বাংলাদেশ দল।

যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন সালাউদ্দিন। যা সহজভাবে নিতে পারেননি তিনি। তাই তৃতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না।’ ১৫ জুলাই (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে সমালোচনা নিয়ে সালাউদ্দিন বলেন, দেখুন বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। কেউ যদি এখানে ভালো না করে, তার সমালোচনা হবেই। 

‘এটা স্বাভাবিকভাবে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, নিজের জায়গায় সৎ কি না, সেটা আমার কাছে মুখ্য বিষয়।’

সম্প্রতি তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাই সালাউদ্দিনও জানিয়ে দিয়েছেন জাতীয় দলের দায়িত্ব ছেড়ে যদি বয়সভিত্তিক দলের কোচিংও করাতে হয়, তাতেও কোনো আপত্তি নেই।

তিনি বলেন, দেখুন আমি কোচ। আমাকে যদি কালকে বলে সালাহ উদ্দিন, যাও তুমি ১৩ বছর বয়সি ছেলেদের কোচিং করাও। আমার কোনো আপত্তি নেই। আমার এখানে ট্যাগ লেখা নেই যে শুধু জাতীয় দলেরই কোচ। এটা নিয়ে আমার কোনো ইগো সমস্যাও নেই। এটা নিয়ে আমি চিন্তিত না—কেউ এলে যদি দলের জন্য ভালো হয়।

সালাউদ্দিনের মতে, কোচদের বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো লিখিত আকারে দিলে তাদের জন্য সুবিধা হতো। তিনি বলেন, আজ ২৭-২৮ বছর কোচিং করানোর পরও কেউ যদি বলে—কী যেন বলেছে—আপনারা যেমন বলেন—দলে অনেক অভিযোগ। 

কী কী অভিযোগ, সেটা লিখে দিলে ভালো হতো। সবার সামনে প্রকাশ্যে বলে দিলেন। আপনাকে তো প্রমাণ দিতে হবে। প্রমাণ দিলে সে কোচের জন্য ভালো হতো। আর আমি যদি ভুল করে থাকি, সেই জায়গাটা শুধরাব।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়েছেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে তার মেয়াদ ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত, যা পরবর্তীতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স