সৌদি সুপার লিগে আল নাসর নতুন মৌসুম শুরু করল দারুণ এক জয় দিয়ে। আল তাওউনের মাঠে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় পেল তারা। লিগ অভিষেকেই হ্যাটট্রিকে মাতেন হোয়াও ফেলিক্স। এছাড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অভিষেকে গোল পেলেন কিংসলে কোমানও।
ম্যাচের শুরুতে খেলছিল দুই দলের সমান আক্রমণ-পাল্টা আক্রমণের ফুটবল। কিন্তু মাত্র সাত মিনিটেই প্রথম ধাক্কাটা দেন ফেলিক্স। আঞ্জেলো গাব্রিয়েলের পাস থেকে বাঁ পায়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। সৌদি লিগে নিজের অভিষেকেই গোল করে জানান দেন নিজের উপস্থিতি।
প্রথমার্ধে আর গোল না এলেও ছন্দপতন ঘটেনি আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনালদোর পাস থেকে কোমানের শট ফিরিয়ে দেন আল তাওউনের গোলকিপার। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে।
রোনালদো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। পরের মিনিটেই কোমান দূরপাল্লার হেডে করেন তৃতীয় গোল। এরপর মঞ্চে ফের জ্বলে উঠলেন ফেলিক্স। ৬৭তম মিনিটে সাদিও মানের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৮৬তম মিনিটে আসে হ্যাটট্রিকের মাহেন্দ্রক্ষণ। রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরে এলে ফেলিক্স কাছ থেকে শট নেন। প্রতিপক্ষ গোলকিপার মাটিতে পড়ে থেকেও বল ঠেকাতে চেষ্টা করেন, কিন্তু বল সামান্যভাবে হলেও গোললাইন পেরিয়ে যায়। রেফারি গোলের সিদ্ধান্ত দেন।
এই ম্যাচ দিয়েই সৌদি লিগে নিজেদের আধিপত্যের বার্তা দিল আল নাসর। ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর গোল, কোমানের পারফরম্যান্স—সব মিলিয়ে দারুণভাবে শুরু হলো তাদের নতুন মৌসুম।
ঠিকানা/এএস