Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

তর্জনীতে স্বাধীনতা

তর্জনীতে স্বাধীনতা
গোলামির রক্তক্ষরণে হাত, মুখ ছিল সাঁটা
সাতচল্লিশ যখন হারিয়েছিলাম স্বাধীনতা!
তর্জনী উঁচিয়ে তখন গর্জে ছিল এক বাঘ,
টুঙ্গিপাড়ার শেখ মুজিব সে-জাতির পিতা

তুলেছিল সে আওয়াজ-
‘ওরে কে কোথায় আছিস তোরা আজ?
ঝাঁপিয়ে পড়, যা কিছু আছে তোদের
তা দিয়েই কর শত্রুর মোকাবিলা।’

ডিউডেলাসের দীপ্ত প্রত্যয়ের প্রতিবাদে-
যেন সে মুক্তির সনদ হাতে জ্বলন্ত লাভা!
ভেঙেছিল সংশয়, করেছিল জয়-
পরাধীনতায় হুংকারে জাগিয়েছিল ঘুমন্ত বাংলা

সত্য সে ভোর, বিস্ফোরক সূর্যের ঝলক
সত্য সে মহিরুহের সংকল্প গাঁথা!
লাল-সবুজের অক্ষরে সে নাম,
তর্জনীর হেলানিতে বিপ্লব ঘটিয়ে
সে এনেছিল স্বাধীনতা!

কমেন্ট বক্স