আমেরিকায় বিভিন্ন ধরনের চাকরির বাজার রয়েছে। এই বাজারে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞাপন আসে। এসব চাকরি পাওয়ার ক্ষেত্রে আমেরিকান নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনো অবৈধ অভিবাসী যাতে চাকরি না পায়, সেটিও নিশ্চিত করা হচ্ছে।
হোয়াইট হাউস থেকে এক বার্তায় জানানো হয়, আমেরিকা ফার্স্ট : অবৈধ অভিবাসন প্রয়োগ অব্যাহত থাকায় সমস্ত চাকরির লাভ আমেরিকান বংশোদ্ভূত কর্মীদের কাছে যাতে যায়, এটা নিশ্চিত করতে হবে। ৪ আগস্ট তারা বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প, ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি নোয়েমের নেতৃত্ব আমেরিকান কর্মীদের জন্য আশীর্বাদ নিয়ে এসেছে।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) সহকারী সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেছেন, এটি করার কারণ সর্বশেষ চাকরির পরিসংখ্যান দেখায় যে প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এবং সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের নেতৃত্বে এবং ডিএইচএস আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পরিশ্রমের অধীনে আমেরিকার অর্থনীতি আমেরিকান জনগণের সেবায় ফিরে এসেছে।
ট্রিসিয়া ম্যাকলাফলিন আরও বলেন, জুলাইয়ের চাকরির প্রতিবেদনে দেখা গেছে, অবৈধ অভিবাসীরা শ্রমশক্তি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি আমেরিকান স্থিতিশীল এবং লাভজনক কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি নোয়েমের নেতৃত্ব আমেরিকাকে আবার নিরাপদ এবং সমৃদ্ধ করে তুলছে।
বিবৃতিতে আরও বলা হয়, সকল অবৈধ অভিবাসীকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে স্ব-নির্বাসন করে দেশত্যাগ করতে উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা এক হাজার ডলার পান, বিনামূল্যে বিমান, ভ্রমণ সহায়তা পান এবং আইনি পথে ফিরে আসার সম্ভাব্য সুযোগ পেতে পারেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক আদায় করেছে, যা গত পাঁচ অর্থবছরের যেকোনো সময়ের চেয়ে বেশি। আন্ডার সেক্রেটারি নোয়েমের নেতৃত্বে কাস্টমস এবং সীমান্ত সুরক্ষার শুল্ক আদায়ের হার ৯৯.৫%। এই হার কেবল প্রেসিডেন্ট ট্রাম্প ‘ডি মিনিমিস’ বাণিজ্য ফাঁকি শেষ করার পরেই বৃদ্ধি পাবে। কয়েক দশক ধরে ডি মিনিমিস প্রক্রিয়া সিন্থেটিক ওপিওয়েড এবং অবৈধ পণ্যগুলোকে মার্কিন বাজারে প্রসার করার অনুমতি দিয়েছে, যার ফলে অগণিত সংখ্যক আমেরিকান নিহত হয়েছে, সুবিধাবঞ্চিত মার্কিন ব্যবসা এবং ভোক্তা এবং বিলিয়ন বিলিয়ন রাজস্ব হারিয়েছে। ট্রাম্প প্রশাসন আমেরিকান জনগণকে অগ্রাধিকারে রাখছে এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য আইন প্রয়োগ করতে পেরে গর্বিত।