যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের অতীতের অনুরোধ খতিয়ে দেখা শুরু করেছে ইউএসসিআইএস। অতীতে কেউ আমেরিকা-বিরোধী বা ইহুদি-বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন কি না, কোনো সন্ত্রাসী সংগঠন বা গোষ্ঠীর মতামতকে সমর্থন বা প্রচার করেছেন কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অতীতে কোনো বিদেশির অ্যাডমিশন বা প্যারোলের আবেদন কার্যকর করার সময় সমস্ত প্রযোজ্য আইন, প্রবিধান ও নীতি অনুসারে করা হয়েছিল কি না, ইউএসসিআইএস কর্মকর্তারা তা যাচাই করছেন। অতীতে ভিসা পেয়েছেন, স্ট্যাটাস পেয়েছেন এমন ব্যক্তিদের অনুরোধ ছাড়াও বর্তমানে যেসব আবেদন জমা রয়েছে এবং আগামী দিনেও যারা যুক্তরাষ্ট্রে আসার জন্য ভিসার আবেদন করবেন, সব আবেদন অত্যন্ত সূক্ষèভাবে পর্যালোচনা করা হবে। আমেরিকা-বিদ্বেষী, ইহুদি-বিদ্বেষী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কোনো বিদেশি আমেরিকায় থাকতে পারবেন না এবং এখানে আসার সুযোগ পাবেন না। যারা যুক্তরাষ্ট্রের ভেতরে আছেন এবং ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি কার্ড, গ্রিনকার্ডসহ বিভিন্ন স্ট্যাটাস পেয়েছেন, তাদের মধ্যে কেউ সেই ক্যাটাগরিতে পড়লে তাদের সুবিধা বাতিল করা হবে। আগামী দিনেও এ ধরনের কেউ আবেদন করলে তাদেরকে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ দেওয়া হবে না। ১৯ আগস্ট এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে ইউএসসিআইএস। এ বিষয়ে দেওয়া আগের সকল নির্দেশনা বাতিল করে ইতিমধ্যে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। আমেরিকা ও ইহুদিবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে স্ট্যাটাসপ্রাপ্তরাসহ যারা ইমিগ্রেশন সুবিধা ও ভিসা সুবিধার জন্য আবেদন করবেন এবং ইতিমধ্যে যারা আবেদন করেছেন কিন্তু ফাইল পেন্ডিং আছে, তারা কঠিন অবস্থার মধ্যে পড়বেন।
এই ঘোষণার পর অনেক অভিবাসীর মধ্যে ভয় কাজ করছে। কারণ ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সময় অনেক মানুষ ইহুদিদের বিরুদ্ধে ছিলেন। তারা ইহুদি-বিদ্বেষ ছড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে অনেকে মতামত প্রকাশ করেছেন। এ ছাড়া ইমিগ্রেশনে কেউ কোনো সুবিধা পাওয়ার জন্য বা স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করলে অবশ্যই তাকে সঠিক ও সত্য তথ্য দিতে হবে। কেউ এর ব্যতিক্রম করলে অর্থাৎ কারও আবেদনের তথ্য বা নথিপত্র যদি জাল বা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ২০ আগস্ট থেকে এই নীতিমালা কার্যকর হয়েছে। ইমিগ্রেশনে আবেদন করেছেন কিন্তু এখনো কেসের নিষ্পত্তি হয়নি, এমন আবেদনের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। ইউএসসিআইএসের মুখপাত্র ম্যাথিউ ট্র্যাটকে বলেছেন, যারা আমেরিকাকে ঘৃণা করে এবং আমেরিকা-বিরোধী মতাদর্শ প্রচার করে, তাদের আমেরিকার সুবিধা দেওয়া উচিত নয়। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা আমেরিকা-বিরোধিতা নির্মূল করার নীতি ও পদ্ধতি বাস্তবায়নে এবং যথাসম্ভব কঠোর স্ক্রিনিং ও যাচাই-বাছাই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করেও যারা এ দেশের বিরোধিতায় লিপ্ত, তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো অধিকার নেই।