প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চা ও শিক্ষা কেন্দ্র বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) নিয়মিত আয়োজন
মাসান্তের বৈঠক অনুষ্ঠিত হলো গত ১৭ আগস্ট রোববার। নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাফার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এবারের বৈঠকে ছিল জনপ্রিয় বাচিক শিল্পী ড. ক্যাথরিন কেয়া রোজারিও একক আবৃত্তি সন্ধ্যা।
অনুষ্ঠানে ক্যাথরিন কেয়া রোজারিও’র আবৃত্তি পরিবেশনা দর্শকদের মুগ্ধ ও বিমোহিত করে। তিনি জনপ্রিয় বেশ কিছু কবিতা আবৃত্তি করে শোনান। তার সঙ্গে কি-বোর্ড পরিবেশনায় ছিলেন মাহমুদুর রহমান খান এবং তবলায় ছিলেন আরিফ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন বাফার প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন। তিনি অনুষ্ঠানের শুরুতে ড. ক্যাথরিন কেয়া রোজারি কে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মতলুব আলী, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা, শিল্পী রেহানা আলী, সংস্কৃতি কর্মী সাগর লোহানী, ক্লারা রোজারিও, গণসঙ্গীত শিল্পী আল-আমিন বাবু, ইঞ্জিনিয়ার বকুল প্রমুখ।