Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীক না পাওয়ায় ইসিকে যে বার্তা দিলেন সারজিস আলম

শাপলা প্রতীক না পাওয়ায় ইসিকে যে বার্তা দিলেন সারজিস আলম ছবি : সংগৃহীত



 

নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনেকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে শাপলা প্রতীক না পাওয়াকে তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন। ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ নিয়ে মন্তব্য করেন এনসিপির এই মুখ্য সংগঠক।

 

পোস্টে সারজিস আলম লেখেন, নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।

 

কিন্তু শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয়।

 

সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স