Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’ ছবি সংগৃহীত



 
‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে এই ক্যাপশন লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।

শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এ পোস্ট করেন তিনি।

ডাকসু নির্বাচনে ঝুমা বেশ আলোচনায় ছিলেন। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করে আলোচনা তৈরিও করেন। শিবির প্যানেল থেকে নির্বাচন করায় ঝুমার বিষয়টি বেশ কয়েকবার আলোচনা তৈরি করেছিল।

গত ২০ সেপ্টেম্বর ভয়েস অব ওয়াশিংটনে দেওয়া সাক্ষাৎকারে ঝুমা বলেন, আমি সমান অধিকারে বিশ্বাসী না, আমি নায্য অধিকারে বিশ্বাসী। যেখানেই আমি বেশি পাই, সেখানে আমি বেশি চাই এবং যেখানে আমি কম পাই সেখানে আমার কমটা গ্রহণ করতে হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স