Thikana News
১৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বাংলাদেশ সোসাইটির ‘স্মল বিজনেস সার্ভিস’  কর্মশালা ২৮ জুলাই

বাংলাদেশ সোসাইটির ‘স্মল বিজনেস সার্ভিস’  কর্মশালা ২৮ জুলাই
ক্ষুদ্র ব্যবসারে প্রসার নিউইয়র্ক সিটির সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। কীভাবে এই সুযোগ কাজে লাগানো যায়, এ লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি একটি কর্মশালার আয়োজন করেছে। আগামী ২৮ জুলাই সোমবার সন্ধ্যায় সোসাইটির হুইটনি অ্যাভিনিউর নিজস্ব কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। 
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ আলী ঠিকানাকে জানান, ‘স্মল বিজনেস সার্ভিস’ শিরোনামে এই কর্মশালা আয়োজনে সহযোগিতা করছে নিউইয়র্ক সিটি মেয়রের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট এবং ক্যারিয়ার বিজনেস নেইবারহুডস। 
তিনি জানান, এই কর্মশালার মাধ্যমে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরা মূলধারার ব্যবসায়ে কীভাবে সম্পৃক্ত হওয়া যায়, তা জানার সুযোগ পাবেন। বিশেষ করে সিটির অনেক সাপ্লাইয়ের কাজ আছে, যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট খাবার সাপ্লাই দিতে পারে। কিন্তু অনেক রেস্টুরেন্ট মালিক তা জানেন না। অন্যদিকে, নারী উন্নয়নে মূলধারায় অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে সিটির বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ নিতে পারেন নারীরা। এ ধরনের অনেক বিষয় কর্মশালায় তুলে ধরা হবে। যারা অংশ নেবেন, আশাকরি তারা উপকৃত হবেন। 
মোহাম্মদ আলী জানান, নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত থাকবেন। 
কর্মশালার বিষয়ে জানার জন্য আগ্রহীদের বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কার্যকরী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। 
 

কমেন্ট বক্স