নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে তৃতীয় পক্ষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো। ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির কাছে ভাল ব্যবধানে পরাজয়ের পর ১৪ জুলাই সোমবার তিনি আসন্ন নভেম্বরের সাধারণ নির্বাচনে আনুষ্ঠানিক প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
নিউইয়র্কের সাবেক গভর্নর ক্যুমো একটি ভিডিও’র মাধ্যমে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, যেখানে তাকে ম্যানহাটনের রাস্তায় হাঁটতে, মানুষের সঙ্গে হাত মেলাতে এবং সেলফি তুলতে দেখা যায়।
ভিডিওতে ক্যুমো বলেন, "প্রতিদিন আমি রাস্তায় থাকব, আপনাদের সঙ্গে দেখা করব, ভালো-মন্দ, সমস্যা ও সমাধানের কথা শুনব, কারণ আগামী কয়েক মাস ধরে আপনাদের ভোট পাওয়াটা আমার দায়িত্ব।" ক্যুমোর এই সিদ্ধান্ত নিউইয়র্ক সিটির নভেম্বরের সাধারণ নির্বাচনে গত কয়েক দশকে দেখা যায়নি এমন একটি প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি করছে। তবে এতে মামদানির বিরুদ্ধে বিরোধীদলগুলো বিভক্ত হয়ে যাচ্ছে। ৩৩ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি তরুণ প্রগ্রেসিভদের মধ্যে উদ্দীপনা জাগিয়েছেন, যদিও কিছু নির্বাচিত ডেমোক্রেটদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।
মামদানি ক্যুমোর পুনঃপ্রবেশকে না দিয়ে এবং বলেন, তিনি আত্মবিশ্বাসী যে তিনি আবারও ক্যুমোকে হারাবেন। নিউইয়র্ক সিটির অধিকাংশ ডেমোক্রেটিক নেতৃত্ব মামদানির পেছনে একত্রিত হয়েছেন, এমনকি শ্রমিক ইউনিয়নগুলোর অনেকগুলো যারা আগে ক্যুমোকে সমর্থন করেছিল, তারাও এখন মামদানির পাশে।
মামদানি বলেন, "যখন অ্যান্ড্রু ক্যুমো আর এরিক অ্যাডামস একে অপরকে টপকে পেছনের দরজায় ধনীদের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছেন, তখন আমরা নিউইয়র্কের শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই করছি। আমরা সেই মানুষদের জন্য কাজ করছি, যারা এই শহরের প্রাণ এবং যাদেরকে এই শহর থেকে ঠেলে বের করে দেওয়া হচ্ছে।"
তিনি ক্যুমোর ভিডিওর উত্তরে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে নিজের ক্যাম্পেইনের জন্য ডোনেট করার একটি লিংক পোস্ট করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় লড়াই করা মেয়র এরিক অ্যাডামসও ক্যুমোর সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, "অ্যান্ড্রু প্রাইমারিতে ডাবল ডিজিটে
হেরেছে। সে ১৩ পয়েন্টে হেরেছে। তার সুযোগ ছিল। সে তার বার্তা পৌঁছে দিতে ২৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে। নিউ ইয়র্কবাসী তা শুনেছে, কিন্তু সে তা বিক্রি করতে পারেনি, ক্যাম্পেইনেও ঠিকমতো আসেনি।"
"ফাইট অ্যান্ড ডেলিভার" প্রার্থী হিসেবে নভেম্বরে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ক্যুমোকে এখন তার পুরো ক্যাম্পেইন সংগঠিত করে নতুনভাবে সমর্থকদের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। প্রাইমারি রাতে পরাজয়ের স্বীকারোক্তির সময় ক্যুমো স্বীকার করেন যে মামদানি তরুণ ভোটারদের সঙ্গে ভালো সংযোগ তৈরি করেছিলেন এবং উদ্দীপনাময় ক্যাম্পেইন চালিয়েছিলেন। তুলনায় ক্যুমো কেবল সাপ্তাহিক ছুটির দিনগুলোতে জনসমক্ষে আসতেন এবং সংবাদমাধ্যম থেকেও দূরে থাকতেন।
আড়াই মিনিটের ভিডিওতে ক্যুমো বলেন, তিনি বিশ্বাস করেন যে বৃহত্তর সাধারণ ভোটারদের মধ্য থেকে সমর্থন পেলে তিনি মামদানি ও অ্যাডামস দুজনকেই হারাতে পারবেন। সেই সঙ্গে তিনি কিছু ভুলের কথাও স্বীকার করেন।
তিনি বলেন, "আমার ওপর, আমার এজেন্ডা আর আমার অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। এবং সত্যি বলতে, আমি আপনাদের হতাশ করেছি বলে আমি দুঃখিত। কিন্তু আমার দাদার একটা কথা ছিল যদি পড়ে যাও, শিক্ষা নাও, উঠে দাঁড়াও এবং আবার খেলায় নামো। আমি সেটাই করতে যাচ্ছি।"
ক্যাম্পেইন সূত্রগুলো জানায়, সাবেক গভর্নর পরিকল্পনা করছেন যে সেপ্টেম্বর মাসে তিনি মামদানি ছাড়া অন্য প্রার্থীদের অনুরোধ করবেন যেন তারা যদি পিছিয়ে থাকেন তবে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং তিনিও তখন একই কাজ করবেন। এই পরিকল্পনাটি মূলত প্রথমে স্বাধীন প্রার্থী জিম ওয়ালডেন প্রস্তাব করেছিলেন। অ্যাডামস ইতোমধ্যে এই ধারণা প্রত্যাখ্যান করেছেন।
এই নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে কার্টিস স্লিওয়াও আছেন।