যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী, সিটিজেন ও অ্যাসাইলাম কেস অনুমোদন হওয়ার পর অনেকেই তার পরিবার-পরিজনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার আবেদন করেন। সিটিজেনরা নিজের পরিবার ছাড়াও তার বাবা-মা, ভাইবোন ও তাদের সন্তান-সন্ততিদের জন্য আবেদন করার সুযোগ পান। এসব আবেদনের ভিত্তিতে যাতে কেবল প্রকৃত ব্যক্তিরাই এখানে আসার সুযোগ পান এবং যারা আমেরিকান জনগণের জন্য ক্ষতির কারণ হবেন না, এমন ব্যক্তিদেরই এখানে আনার সুযোগ দিতে চায় সরকার। কেউ মিথ্যা তথ্য দিয়ে তার পরিবার বা আত্মীয়স্বজন বলে কাউকে আনার সুযোগ পাবেন না। গুড মোরাল ক্যারেক্টারের যোগ্যতার পাশাপাশি যারাই এখানে আসবেন, তাদেরকে কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকা যাবে না।
সম্প্রতি পরিবার-ভিত্তিক অভিবাসন নীতি সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)। এই নির্দেশিকায় যোগ্যতার মানদণ্ড, ফাইলিং, সাক্ষাৎকার এবং সিদ্ধান্তসহ আবেদনের প্রয়োজনীয়তা এবং রায় ব্যাখ্যা করা হয়েছে। ১ আগস্ট তারা এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে।
ইউএসসিআইএস বলছে, জালিয়াতিপূর্ণ, অযৌক্তিক পরিবার-ভিত্তিক অভিবাসী ভিসার আবেদন মার্কিন যুক্তরাষ্ট্রে পারিবারিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। এই নির্দেশিকা ইউএসসিআইএসের যোগ্যতাসম্পন্ন বিবাহ এবং পারিবারিক সম্পর্কগুলো যাচাই করার ক্ষমতা উন্নত করবে, যাতে নিশ্চিত করা যায় যে সেগুলো প্রকৃত, যাচাইযোগ্য এবং সমস্ত প্রযোজ্য আইন মেনে চলে। ইউএসসিআইএস শক্তিশালী এলিয়েন স্ক্রিনিং এবং যাচাইকরণকে অগ্রাধিকার দিচ্ছে, যা আমেরিকানদের সম্ভাব্য জাতীয় নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করে। এই নির্দেশিকা প্রকাশের পর থেকে কার্যকর হবে এবং মুলতবি থাকা অনুরোধ এবং প্রকাশনার তারিখে বা তার পরে দায়ের করা অনুরোধগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।