নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বাংলাদেশিদের গর্বের আরেকটি অধ্যায় রচিত হয়েছে। নিউইয়র্ক পুলিশের ৬২ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
ক্যাপ্টেন সাইফুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগে ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তা। তিনি হাউজিং, পেট্রোল এবং ডিটেকটিভ ব্যুরোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ২৭ জানুয়ারি তিনি ক্যাপ্টেন হিসাবে পদোন্নতি লাভ করেন।
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) মিডিয়া লিয়াজোঁ ও ডিটেকটিভ জামিল সরোয়ার ঠিকানাকে জানান, সাইফুল ইসলাম বাপার গর্বিত সদস্য। কমান্ডিং অফিসার হিসাবে তার নিয়োগ শুধু বাংলাদেশি কমিউনিটির জন্য নয়, বরং নিউইয়র্ক শহরের আইনশৃঙ্খলা রক্ষায়ও এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
ক্যাপ্টেন সাইফুল ইসলামের বড় ভাই ফখরুল ইসলামও পুলিশের ক্যাপ্টেন ছিলেন। সম্প্রতি তিনি চাকরি থেকে অবসরে গেছেন। তাদের বাবা রফিকুল ইসলাম ও মা হাজেরা ইসলাম ১৯৮৬ সালে আমেরিকায় আসেন। তারা ৫ ভাই ও ৪ বোন। ক্যাপ্টেন সাইফুল ইসলাম সবার ছোট। স্কুলে পড়াশোনার সময়ে তাদের স্বপ্ন জাগে বড় হয়ে একদিন পুলিশ অফিসার হবেন। এখন সেই স্বপ্নেরই শুধু বাস্তবায়ন ঘটাননি, তারা হয়েছেন বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা।
বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজারে। তাদের ভগ্নিপতি আনোয়ার হোসাইন একই ডিপার্টমেন্টের ট্রাফিক সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন।
বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি আরো জানান, ক্যাপ্টেন পদটি পুলিশ বিভাগের নির্বাহী পদ। এর উপরের পদগুলো, বিশেষ করে পুলিশ কমিশনারের সর্বোচ্চ পদে পদোন্নতি হয় রাজনৈতিক বিবেচনায়।
বাপার প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন প্রিন্স আলম এবং সেক্রেটারি রাসেকুর মালিক সাইফুল ইসলামের এই নিয়োগে অভিনন্দন জানিয়েছেন।