গত ২০ আগস্ট বুধবার বিকালে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগসহ স্কুল সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে

কাউন্সিলর এট লার্জপ্রার্থী সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলর আনজুম জিয়াসহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, গিয়াসউদদীন পাঠান, মো. শাহরিয়ার আহমদ, মো. আইউব, বেলাল হোসেন, মনিরুজ্জামান মনির, সৈয়দ শহীদ, মাহমুদ শাহ, সিরাজুল হক, মো. মহসিন আল মামুন, রফিকুল ইসলাম, রওশন উদদীন, রফিক উদ্দিন রুমেল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আটলান্টিক সিটিতে কোন বাংলাদেশি আমেরিকান সংগঠনের পক্ষ থেকে স্কুল সামগ্রী বিতরণ করতে পেরে তারা সত্যিই গর্বিত ও আনন্দিত। আগামীতে কমিউনিটির স্বার্থে তারা আরো নিত্য নতুন কর্মসূচি নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
টেক্সাস এভিনিউতে বসবাসরত জনৈক প্রবাসী পঞ্চম গ্রেড ও প্রথম গ্রেডে অধ্যয়নরত তার দুই সন্তান এর জন্য স্কুল ব্যাগ সংগ্রহ করে বলেন, বর্তমানে দুর্মূল্যের বাজারে বিনামূল্যে স্কুল ব্যাগসহ স্কুল সামগ্রী পেয়ে আমি যারপরনাই খুশি। হিস্পানিক কমিউনিটির জেসিকা লোপেজ তার স্কুল পড়ুয়া সন্তানের জন্য স্কুল ব্যাগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।
বিএএসজের উদ্যোগে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগসহ স্কুল সামগ্রী বিতরণ কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।
ঠিকানা/এসআর