Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯ ছবি : সংগৃহীত





 
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বিকারাবাদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ৩ নভেম্বর (সোমবার) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিকারাবাদ–হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এ ঘটনা ঘটে। বাসটি কমপক্ষে ৪০ জন যাত্রী নিয়ে মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির  দিকে যাচ্ছিল।

রাজ্য পুলিশ জানায়, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে। এর ফলে হতাহতের শিকার হয় বহু মানুষ।

দুর্ঘটনার পর বাসের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স